ফুটবল বিশ্বে আর্জেন্টিনা বেশ পরিচিত হলেও এবার ক্রিকেটেও শোনা যাবে দেশটির নাম। টি-টোয়েন্টি ক্রিকেটে যে বিশ্ব রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সদস্য দেশগুলোর বিশ ওভারের ম্যাচকে আইসিসি আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি দেওয়ার পর থেকে নিয়মিত দেখা মিলছে বিস্ময়কর সব ঘটনা, রেকর্ডের। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার হয়েছে চারশ রান! সেটিই আবার করেছে আর্জেন্টিনার মেয়েরা।
চিলির মেয়েদের বিপক্ষে শুক্রবার ২০ ওভারে স্রেফ ১ উইকেট হারিয়ে ৪২৭ রান করেছে আর্জেন্টিনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। গত বছরের মার্চে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করেছিল বাহরাইন। দেড় বছরের মাথায় সেই রেকর্ড ভেঙে দিল দক্ষিণ আমেরিকার দেশটি। পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৪ রানের রেকর্ড নেপালের।
রেকর্ডের মালায় গাঁথা হয়েছে ম্যাচটি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশিত স্কোরকার্ড অনুযায়ী, ম্যাচে ৬৪টি নো বল করেছে চিলি। সব মিলিয়ে অতিরিক্ত থেকে দিয়েছে ৭৩ রান। নারী, পুরুষ উভয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটিই বিশ্ব রেকর্ড।
আর্জেন্টিনার দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। লুসিয়া টেইলর ৮৪ বলে ২৭ চারে করেছেন ১৬৯ রান। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে ২৩ চারে খেলেছেন ১৪৫ রানের ইনিংস।
দুজনের উদ্বোধনী জুটিতে এসেছে ৩৫০ রান। যে কোনো উইকেটে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ২০১৯ সালে ফিলিপিন্সের বিপক্ষে ইন্দোনেশিয়ার দুই ওপেনারের গড়া ২৫৭ রানের জোট।
ইনিংসে কোনো ছক্কা মারতে না পারলেও ৫৭টি বাউন্ডারি মেরেছে আর্জেন্টিনার ব্যাটাররা। এক ইনিংসে কোনো দলের এটিই সর্বোচ্চ চারের রেকর্ড। সৌদি আরবের বিপক্ষে বাহরাইন মেরেছিল ৫০টি চার।
এক ওভারে ১৭টি নো বলসহ ৫২ রান দিয়েছেন চিলির ১৫ বছর বয়সী অভিষিক্ত পেসার ফ্লোরেন্সিয়া মার্তিনেস। এক ওভারে এত বেশি রান খরচের নজির নেই আর কারো। চার ওভারের স্পেলে ৯২ রান খরচ করেছেন কন্সতান্সা ওইয়ারসে। টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং এটি। একই ম্যাচে এই তালিকার দুই নম্বরে উঠেছে ৩ ওভারে ৮৩ রান দেওয়া এমিলিয়া তোরোর নাম।
চিলিকে ৬৩ রানে অলআউট করে ম্যাচটি ৩৬৪ রানে জিতেছে আর্জেন্টিনা। এটিও বিশ্ব রেকর্ড। তিনশর বেশি রানের ব্যবধানে জয়ের নজির আছে আর মাত্র একটি। মালির বিপক্ষে উগান্ডার ৩০৪ রানের জয়।
ডিবিসি/ এইচএপি