বাংলাদেশ, অপরাধ

২০ টন রডসহ সালাম স্টিলের ট্রাক নিয়ে উধাও চালক, সন্ধান দিলে এক লক্ষ টাকা পুরষ্কার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৮:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০ টন রডসহ সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ এর ট্রাক নিয়ে উধাও মো: হাসান নামে এক চালক। উক্ত ট্রাক চালককে যদি কেউ সন্ধান দিতে পারেন তাহলে সন্ধান দাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) পুরষ্কার দেওয়া হবে বলে জানিয়েছেন সালাম স্টীল কর্তৃপক্ষ।

সালাম স্টীল কর্তৃপক্ষ জানায়, মো: হাসান (২৭), মোবাইল নম্বর: ০১৫৭৫-৬১৪৬৪২, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ (মদনপুর ইউনিট) হইতে ১৮/০৯/২০২৪ তারিখ রাত আনুমানিক ৩:১৫ মিনিটে ২০ টন রডসহ (ঢাকা মেট্রো উ-১১-৬২৬৫) ট্রাক নিয়ে কেরানিগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। তারপর থেকে উক্ত ট্রাকচালক মো: হাসান (২৭) কে খুঁজে পাওয়া যাচ্ছে না।

যদি কেউ উক্ত ট্রাক মো: হাসান (২৭) এর সন্ধান পান অতিদ্রুত ০১৩৩২-৫৪৯৬১৬, ০১৩১৩-৪৮৬৭৩৩ নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে সালাম স্টীল কর্তৃপক্ষ।

নাম: মো: হাসান (২৭), ট্রাকচালক 
মোবাইল নম্বর: ০১৫৭৫-৬১৪৬৪২
ট্রাক নম্বর: ঢাকা মেট্রো উ-১১-৬২৬৫

ডিবিসি/ এনএম 

আরও পড়ুন