বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে হাইকোর্টের দেয়া খালাসের আদেশ বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
আদালতে আজ তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আব্দুল জব্বার ভূঁইয়া এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
রায় ঘোষণার সময় আদালতে বিএনপি সমর্থক আইনজীবীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল এবং আজমল হোসেন খোকনসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
ডিবিসি/এএমটি