রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা দুটি একই দিনে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা নেওয়ার সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি. আর. আবরার) এই তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২২ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষাটি যেদিন নেওয়া হবে, সেদিন সকালের সেশনে অনুষ্ঠিত হবে। আর ২৪ জুলাইয়ের পরীক্ষাটি একই দিনের বিকেলের সেশনে নেওয়া হবে।" তিনি আরও জানান, পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তারিখ চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মারাত্মক হতাহতের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে ২২ জুলাই এবং পরে ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় সরকার।
কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক সময়েই নতুন তারিখ ঘোষণা করা হবে।
ডিবিসি/এফএইচআর