দীর্ঘ ২২ মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের একাধিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দুটি ম্যাচ বাকি আছে, আর সে ম্যাচেই দেখা যেতে পারে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে। একসময় ব্রাজিল স্কোয়াডকে তার ছাড়া কল্পনাই করা যেত না। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা হওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু দুর্ভাগ্যক্রমে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের সময় ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকে জাতীয় দলে আর ফিরতে পারেননি নেইমার। সবশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও পুরোপুরি ফিট না থাকায় কার্লো আনচেলত্তি তাকে দলে রাখেননি। তবে অবশেষে ২২ মাস পর আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার।
‘ও গ্লোবো’ এক প্রতিবেদনে জানিয়েছে, কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, যা ফিফার কাছে পাঠাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নেইমার বর্তমানে ক্লাবের জার্সিতে ভালো ফর্মে আছেন। ২৫শে আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় থাকতে পারেন এই তারকা ফুটবলার।
ডিবিসি/এএমটি