বিবিধ, শিক্ষা

২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিষদ গঠিত, নেতৃত্বে সেলিনা ও রনি

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা জুলাই ২০২৫ ০১:০৫:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের স্বার্থ সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ৯৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ‘২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিষদ’ নামে এই নতুন ফোরামের নেতৃত্ব দেবেন সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার এবং সহযোগী অধ্যাপক মো. নূরুল ইসলাম রনি।

বৃহস্পতিবার (৩ রাজুলাই) এক ঘোষণার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। নতুন এই পরিষদের মূল দায়িত্ব হবে ক্যাডার সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করা এবং ক্যাডারের মধ্যে ঐক্য, স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা।

 

পরিষদের নেতারা জানিয়েছেন, এটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। খুব শিগগিরই একটি উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক কমিটি গঠন করে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে। এক বিবৃতিতে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বলা হয়, "এই উদ্যোগের মাধ্যমে ক্যাডারের সকল সদস্যের মত, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল কাঠামো গড়ে তোলার পথ প্রশস্ত হবে বলে আমরা বিশ্বাস করি।"

 

পরিষদের পক্ষ থেকে ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল সদস্যকে এই নতুন যাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন