আন্তর্জাতিক, আমেরিকা

২৭ বছরের কারাদণ্ড এড়াতে পালানোর অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ। অভ্যুত্থান প্রচেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ড এড়াতে তিনি দেশ ছেড়ে পালানোর ষড়যন্ত্র করছেন এমন সন্দেহে শনিবার (২২শে নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

বলসোনারোর এক ঘনিষ্ঠ সহযোগীর বরাতে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, গ্রেপ্তারের পর সাবেক এই রাষ্ট্রপ্রধানকে ব্রাসিলিয়ার পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

 

চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের চেষ্টাসহ পাঁচটি গুরুতর অপরাধে তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। এতদিন তিনি ভিন্ন একটি মামলায় গৃহবন্দি ছিলেন। সম্প্রতি দেশটির সর্বোচ্চ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

উল্লেখ্য, ২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো ক্ষমতা ধরে রাখতে লুলাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেছিলেন। এই মামলায় বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানসহ আরও সাতজন দোষী সাব্যস্ত হয়েছেন।

 

বলসোনারোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামলাটিকে ‘উইচ হান্ট’ (জাদুবিদ্যার অভিযোগে নিপীড়ন) বলে আখ্যায়িত করেছেন। তিনি মামলার তত্ত্বাবধায়ক বিচারপতি মোরায়েসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কিছু ব্রাজিলীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছিলেন। তবে চলতি মাস থেকে ওই শুল্ক কমাতে শুরু করেছেন তিনি।

 

বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন