বাংলাদেশ, অর্থনীতি

২৮শে মে চীনে আমের প্রথম চালান পাঠাবে বাংলাদেশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে মে ২০২৫ ১১:০৪:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশি আমের প্রথম চালান আগামী ২৮শে মে (বুধবার) চীনে রপ্তানি করা হবে। এদিন রপ্তানি উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যোগ দেবেন। চীনে বাংলাদেশি কাঁঠাল ও পেয়ারা রপ্তানির প্রক্রিয়াও চলমান রয়েছে।

সম্প্রতি চীনা রাষ্ট্রদূত বলেছেন, আমরা আশা করি বাংলাদেশ শিগগিরই  চীনে ইলিশ রপ্তানি শুরু করতে পারবে। সর্বোপরি, চীনা খাদ্যপ্রেমীরা তাদের খাবারের টেবিলে এই সুস্বাদু মাছ উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারেন।’

 

এদিকে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি নতুন স্তরে ‘উন্নীত’ করার লক্ষ্যে ৩১ মে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও-এর ঢাকায় আসার কথা রয়েছে। চীনা মন্ত্রী ১০০ জনেরও বেশি চীনা বিনিয়োগকারীর নেতৃত্ব দেবেন।

 

দুই দিনের সফরে মন্ত্রী ওয়েনতাও তার অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সম্প্রতি বলেছেন, এটি হবে চীন থেকে বাংলাদেশে আসা সর্ববৃহৎ ব্যবসায়িক প্রতিনিধিদল। যা উন্মুক্ততা, সহযোগিতা এবং পারস্পরিক সুবিধার একটি 'জোরালো বার্তা' পাঠাবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন