খেলাধুলা, ক্রিকেট

২ দিনেই টেস্ট জিতে কষ্ট পাচ্ছেন ট্র্যাভিস হেড!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ট্র্যাভিস হেডের অতিমানবীয় ইনিংসে ভর করে মাত্র দুই দিনেই ইংলিশ বধ সম্পন্ন হয় অজিদের! অবশ্য এমন দাপুটে জয়েল পর মন খারাপ এই মারকুটে ওপেনারের।

পার্থের বাইশ গজে বোলারদের দাপট দেখা গেলেও, ম্যাচের ইতিটানা হলো এক ব্যাটারের বিধ্বংসী ব্যাটিং দিয়ে। উসমান খাজার ইনজুরির সুবাদে ওপেনিংয়ে নামার সুযোগ পেয়েছিলেন হেড, আর তাতেই বাজিমাত। ৬৯ বলে ১২৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলকে ৮ উইকেটের বড় জয় এনে দিয়েছেন তিনি।

 

অ্যাশেজের ইতিহাসে গত ১০৪ বছরে এমন ঘটনা আর ঘটেনি। সাধারণত যেখানে পাঁচ দিনের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় থাকে ক্রিকেট বিশ্ব, সেখানে পার্থ টেস্ট শেষ হলো চোখের পলকে। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ২০৫ রানের, যা হেড ঝড়ে মাত্র ২৯ ওভারেই টপকে যায় স্বাগতিকরা। তার এই ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার ও ৪টি ছক্কায়, যা একবিংশ শতাব্দীতে অ্যাশেজের চতুর্থ ইনিংসে কোনো ওপেনারের সর্বোচ্চ সংগ্রহ। একইসঙ্গে এটি অ্যাশেজের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

 

তবে এমন দাপুটে জয়ের পরেও ট্রাভিস হেডের কণ্ঠে শোনা গেল আক্ষেপের সুর। আর সেই আক্ষেপ দর্শকদের জন্য। যারা তৃতীয় দিনের খেলা দেখার আশায় টিকিট কেটে রেখেছিলেন, তাদের কথা ভেবেই খারাপ লাগছে এই অজি ব্যাটারের। ম্যাচ শেষে তিনি বলেন, ওই ৬০ হাজার দর্শকের জন্য তার খারাপ লাগছে, যারা আগামীকাল মাঠে আসার পরিকল্পনা করেছিলেন। যারা আজ মাঠে ছিলেন তারা ইতিহাসের সাক্ষী হলেন বটে, কিন্তু যারা তৃতীয় দিনের রোমাঞ্চের আশায় ছিলেন, তাদের জন্য এই দ্রুত সমাপ্তি নিশ্চিতভাবেই হতাশার।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন