সৌদি আরবের কাছ থেকে নেয়া ২ বিলিয়ন ডলার সমমূল্যের ঋণ পরিশোধে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির আলোচনা করছে পাকিস্তান। গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর সামরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের আর্থিক সংকট মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে রিয়াদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর অংশ হিসেবে এই আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই চুক্তির মোট মূল্য হতে পারে ৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ২ বিলিয়ন ডলার ঋণ সমন্বয় এবং বাকি ২ বিলিয়ন ডলারের অতিরিক্ত সরঞ্জাম কেনা হতে পারে।
সম্প্রতি পাকিস্তানের বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধু সৌদি আরব সফর করেন এবং সৌদি বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দর বিন আব্দুল আজিজের সাথে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আমির মাসুদের মতে, পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমানটি যুদ্ধের ময়দানে পরীক্ষিত এবং সাশ্রয়ী হওয়ায় এর চাহিদা বাড়ছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে জানিয়েছেন, তাদের তৈরি যুদ্ধবিমানের প্রচুর অর্ডার আসছে। সমরাস্ত্র শিল্পের এই সফলতায় আগামী ৬ মাসের মধ্যে পাকিস্তানের আর আইএমএফের ঋণের প্রয়োজন নাও হতে পারে। লিবিয়ার সাথে ৪ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি এবং বাংলাদেশের সাথেও জেএফ-১৭ নিয়ে আলোচনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডিবিসি/এনএসএফ