খেলাধুলা, ফুটবল

২-১ ব্যবধানে মায়োর্কার বিপক্ষে রিয়ালের জয়, অপেক্ষা বাড়ল বার্সার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই মে ২০২৫ ০৯:০৬:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বার্সেলোনার চোখ ছিল এই ম্যাচটায়। আজ রিয়াল মাদ্রিদ পয়েন্ট খুইয়ে বসলেই বার্সেলোনা এক মৌসুমের বিরতি দিয়ে আবারও বনে যেত লিগ চ্যাম্পিয়ন। তবে মায়োর্কার বিপক্ষে সেটার খুব কাছে গিয়েও শেষমেশ হয়নি রিয়ালের। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে রিয়াল। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাবেউতে এই নাটকীয় ম্যাচে শেষ মিনিটে জয় এনে দেন রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামোন।

রিয়াল অবশ্য উদযাপনটা কিছুক্ষণের জন্যই থামাতে পেরেছে। এই জয়ে বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন চার। বৃহস্পতিবার (১৫ই মে) এসপানিওলের বিপক্ষে ম্যাচে জিতলেই অবশ্য বার্সা শিরোপা নিশ্চিত করে ফেলবে। কাতালুনিয়ায় শুরু হয়ে যাবে ঘরোয়া ট্রেবলের উদযাপন।

 

রিয়াল মাদ্রিদ এই ম্যাচে হেরে যাওয়ার শঙ্কাতেই পড়ে গিয়েছিল। ম্যাচের শুরুতে এগিয়ে যায় মায়োর্কা। ১১তম মিনিটে মার্টিন ভালিয়েন্ত গোল করেন। তিনি ডান দিক থেকে বক্সে বল পেয়ে ফাঁকা জায়গা পেয়ে শট নেন। বল ঠেকাতে পারেননি লা লিগায় নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

 

রিয়াল দলে এই ম্যাচে অনেক তারকাই ছিলেন না। ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগোসহ বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছেন। তারপরও রিয়াল শুরু থেকেই গোলের জন্য চাপ তৈরি করে। তরুণ ফরোয়ার্ড এমবাপে এবং ইংলিশ জুড বেলিংহ্যাম বেশ কয়েকবার চেষ্টা করেন, তবে মায়োর্কার গোলকিপার লেও রোমান দুর্দান্ত সেভ করেন।

 

৬৮ মিনিটে অবশেষে গোল পান কিলিয়ান এমবাপে। তিন মায়োর্কা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন। এটি ছিল মৌসুমে তার ৪০তম গোল।

 

ডিবিসি/এমএ

আরও পড়ুন