আগামী ২০ জানুয়ারির মধ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। এবারের ইশতেহারে দলটির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটারের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
শুধু লিখিত প্রতিশ্রুতি নয়, ইশতেহার বাস্তবায়নেই এবার সর্বোচ্চ নজর থাকবে বলে জানিয়েছে দলটি। বিএনপির পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী এবং জীবনঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষ জায়গা পাচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক-স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়গুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর স্টার্টআপ, ফ্রিল্যান্সিংসহ ক্রিয়েটিভ ইকোনমিকে সামনে আনতে চাইছে বিএনপি।
দেশের ১৮ থেকে ৩৩ বছর বয়সি বিশাল তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার ভাতার মতো পরিকল্পনাও থাকছে এতে। এছাড়া পরিবেশ রক্ষায় সারা দেশে খাল ও নদী পুনঃখনন, ২৫ কোটি গাছ রোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো জাতীয় ইস্যুগুলোও স্থান পাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের মন জয়ে টেকসই ও বাস্তবায়নযোগ্য ইশতেহারের কোনো বিকল্প নেই।
ডিবিসি/ এইচএপি