বাংলাদেশ, জেলার সংবাদ

কাজে আসছে না সিরাজগঞ্জে আঞ্চলিক সড়কের সাবলেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২০শে জুলাই ২০২৫ ০৯:৩০:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাজে আসছে না ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আঞ্চলিক সড়কের সাবলেন। স্থানীয়দের অভিযোগ,সড়ক ও জনপথ বিভাগের নজরদারির অভাবে কাজে লাগছে না সড়কটি। তবে কর্তৃপক্ষ বলছে সাবলেন নয়, পুরো সড়ক প্রশস্তকরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা বেলকুচি এবং এনায়েতপুর।বাণিজ্যিক দিক থেকে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  


এখানকার উৎপাদিত পণ্য বিভিন্ন অঞ্চলে পরিবহণের সুবিধা এবং দুর্ঘটনা কমানোর জন্য ৩২ কোটি টাকা ব্যয়ে সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত ১৯ দশমিক ৮ কিলোমিটার সড়ক সংস্কার ও সাবলেন তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ।  
 

তবে, নিম্নমানের নির্মাণ কাজের জন্য ভারি বৃষ্টিতেই খানা খন্দ দেখা দিয়েছে সড়কে। সেইসাথে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। যেখানে এখন গাছের গুড়ি, ইট বলি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও সরিষা শুকানো হয়।  


দ্রুত সাব লেনটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে গড়ে তোলার দাবি স্থানীয়দের।


সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলছে, আঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়ক করার জন্য ১ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।  


সড়কটির গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে, এমনটায় প্রত্যাশা এনায়েতপুর, বেলকুচি ও চৌহালী উপজেলার প্রায় ১৩ লাখ মানুষের।


 ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন