বাংলাদেশ, শিক্ষা

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা জুলাই ২০২৫ ০৭:২৩:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সোমবার (৩০শে জুন) মধ্যরাতে পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৪তম বিসিএসে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়। তবে, কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২০টি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

 

ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে অনেককে ক্যাডার পদে মনোনয়ন দেওয়া যায়নি। তবে, উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে শূন্য পদের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে।

 

মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট [http://bpsc.teletalk.com.bd](http://bpsc.teletalk.com.bd) থেকে পাওয়া যাচ্ছে। কমিশন জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার সংশোধনের প্রয়োজন হলে তারা সে অধিকার সংরক্ষণ করে।

 

উল্লেখ্য, ২০২১ সালের ৩০শে নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এই বিসিএসে সবচেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে, যেখানে পদ সংখ্যা ৭৭৬টি। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন