আন্তর্জাতিক, এশিয়া

৪৪ দিনে প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল, মেরেছে ৩৪২ জনকে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ৪৪ দিনে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, এই সময়কালে ইসরায়েলি হামলায় অন্তত ৩৪২ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ১০ই অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এসব লঙ্ঘনের ঘটনা ঘটে। মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তি।

 

শনিবার এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, ‘আমরা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের দ্বারা যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত গুরুতর ও পদ্ধতিগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই।’ বিবৃতিতে এই ঘটনাগুলোকে আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির সাথে সংযুক্ত মানবিক প্রটোকলের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র গত শনিবারেই (২২শে নভেম্বর) ২৭টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার ফলে ২৪ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী এদিন গাজাজুড়ে ব্যাপক বিমান হামলা চালায়।

 

যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, তার সম্পূর্ণ দায় ইসরায়েলের ওপর চাপিয়েছে গাজার কর্তৃপক্ষ। চুক্তিতে ত্রাণ সরবরাহের নিশ্চয়তা থাকলেও, ইসরায়েল বিধ্বস্ত গাজায় প্রয়োজনীয় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী প্রবেশে কঠোর বিধিনিষেধ অব্যাহত রেখেছে।

 

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এই হামলার পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে, গাজার তথাকথিত ‘ইয়েলো লাইনে’ ইসরায়েলি সেনাদের ওপর হামাস যোদ্ধাদের হামলার জবাবে তারা এই অভিযান চালিয়েছে। তাদের দাবি, শনিবারের হামলায় হামাসের পাঁচজন জ্যেষ্ঠ যোদ্ধা নিহত হয়েছেন।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন