৪৭ বছরে পা রাখলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
১২টি থানা নিয়ে গড়ে উঠা ডিএমপির পরিধি বেড়ে এখন থানা ৫০টি। এরই মধ্যে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় ডিএমপির সাফল্য বেশ প্রসংশা কুড়িয়েছে।
‘শান্তি শপথে বলীয়ান’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে ১৯৭৬ সালের পহেলা ফেব্রুয়ারি গঠিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কাজের পরিধি বাড়ায় পুলিশের অন্যান্য ইউনিটের চেয়ে অনেক বেশি আধুনিক ও সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলা হয়েছে ডিএমপিকে। যুক্ত হয়েছে, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সাইবার ক্রাইম, সোয়াটসহ বেশ কয়েকটি নতুন ইউনিট।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে সুনির্দিষ্ট অভিযোগে গত আড়াই বছরে শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে, নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করতে এখনো বেশকিছু জায়গায় কাজ করতে হবে।
প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত জ্ঞানার্জনকে প্রাধান্য দিয়ে সন্ত্রাস ও জঙ্গি দমনে বেশ সফলতা দেখিয়েছে ডিএমপি। জনসম্পৃক্ততা বাড়ানো জন্য কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও উঠান বৈঠকের মতো সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নিয়েছে তারা।
থানা, জনবল ও সুযোগ-সুবিধা বহু গুণ বাড়লেও, নাগরিক প্রত্যাশা পূরণে বেশ কিছু জায়গায় ঘাটতি রয়েছে এখনো। প্রায়ই থানাগুলোতে হয়রানি, মামলা না নেয়া সহ নির্যাতনের অভিযোগ উঠছে।