বাংলাদেশ

৫ই আগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা আগস্ট ২০২৫ ০১:৫৯:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাঁচই আগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবরসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, তবে সরকার চেষ্টা করছে।

সোমবার (৪ঠা আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। তিনি জানান, গেল বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমনটা উন্নতির কথা ছিল তা পুরোপুরি হয়নি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে তার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু মাদক বহনকারী নয়, এবার গডফাদারদেরও ধরা হবে।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন