বাংলাদেশ, অর্থনীতি

৫ই আগস্ট ব্যাংক বন্ধ থাকবে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই জুলাই ২০২৫ ০১:২৪:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৫ই আগস্ট (সোমবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে বৃহস্পতিবার (১৭ই জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কর্তৃক ২রা জুলাই ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ই আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দিনটিকে জাতীয়ভাবে সরকারি ছুটি হিসেবে পালন করা হবে। এর অংশ হিসেবে দেশের সব সরকারি-বেসরকারি অফিস ও আদালতের পাশাপাশি তফসিলি ব্যাংকগুলোও ছুটির আওতায় থাকবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৫ই আগস্ট (সোমবার) সরকারি ছুটির দিন হওয়ায় দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

 

এই ছুটির ঘোষণার ফলে গ্রাহকদের আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রমের পরিকল্পনা আগে থেকে করে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে, যারা নিয়মিত ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকের ওপর নির্ভরশীল, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন