অর্থনীতি

৫০ বছরে পদার্পণ করল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ০৭:৩৭:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ৫০ বছরে পদার্পণ করেছে।

রবিবার (৫ই জানুয়ারি) ঢাকার গুলশানে অবস্থিত এমজিআইয়ের প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, এমজিআইয়ের প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও কর্মসংস্থান সৃষ্টি করা। আস্থা ও গুণগতমানের প্রতীক হিসেবে, মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টর সদস্য এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান কার্যালয়ের অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমজিআইয়ের বিভিন্ন ফ্যাক্টরি ও অফিসগুলোতে সম্প্রচারিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে এমজিআইয়ের সব কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে এদিন ৫০ বছরে পদার্পণের বিশেষ টিশার্ট পরিধান করেন। দেশব্যাপী এমজিআইয়ের বিভিন্ন কার্যালয়, ফ্যাক্টরি ও ডিপো-তে বিশেষ সাজসজ্জা, তোরণ ও ফটো বুথ স্থাপন করা হয়েছে।

রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও দেশব্যাপী এমজিআইয়ের বিভিন্ন বিলবোর্ডে ৫০ বছরে পদাপর্নের বিশেষ কমিউনিকেশন প্রচারিত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও বিশেষ ক্যাম্পেইন চালানোর কর্মসূচি নেয়া হয়েছে।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন