আন্তর্জাতিক, এশিয়া

৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দ্বীপরাষ্ট্র তাইওয়ান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।

বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। যদিও এই কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

দেশটির আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩১.৬ কিলোমিটার। ভূমিকম্পের সময় রাজধানী তাইপের বহুতল ভবনগুলো বেশ জোরালোভাবে কেঁপে ওঠে, যা সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি করে।

 

ভৌগোলিক অবস্থানের কারণে তাইওয়ান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। দেশটি মূলত দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ার কারণে এখানে প্রায়ই মাঝারি ও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।

 

তাইওয়ানের ভূমিকম্পের ইতিহাস বেশ ভয়াবহ। এর আগে ১৯৯৯ সালে দেশটিতে ৭.৩ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। এছাড়া ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে শক্তিশালী আরেকটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আজকের ভূমিকম্পে বড় কোনো বিপদ না ঘটলেও কর্তৃপক্ষ জানমালের নিরাপত্তার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন