বাংলাদেশ, জাতীয়

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল মিয়ানমার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে মে ২০২৪ ০৩:০৩:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্প।

আজ বুধবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ মাত্রা। 
 

এদিকে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে মাওলাইক শহরে। তবে ভারতের ভূমিকম্প বিষয়ক সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫.৬ মাত্রার। এর গভীরতা ছিল ১১০ কিলোমিটার।

 

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ছিল ৫.৪ মাত্রার। এর উওৎপত্তিস্থল মিয়ানমারের মাওলেইক শহর থেকে ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। এর গভীরতা ছিল ৯৪.৭ কিলোমিটার।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন