বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ৫ আগস্টের পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে চান না।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকার হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
জাতিকে সঠিক পথে পরিচালিত করার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। নতুন প্রজন্ম বর্তমানে আশার আলো দেখতে চায়। বিএনপি জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে বলে তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন।
অনুষ্ঠানে একজন সাংবাদিক নেতা বিএনপি চেয়ারম্যানকে 'মাননীয়' বলে সম্বোধন করলে তারেক রহমান তাতে বিনয়ের সাথে আপত্তি জানান। তিনি বলেন, "দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।"
দীর্ঘদিন প্রবাসে থাকা প্রসঙ্গে তিনি আবেগপ্রবণ কণ্ঠে বলেন, "আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।"
ডিবিসি/ এসএফএল