বাংলাদেশ, জাতীয়

৫ই আগস্টের মধ্যে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ: আলী রীয়াজ

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে জুলাই ২০২৫ ০১:০৪:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৫ই আগস্টের মধ্যে 'জুলাই সনদ' চূড়ান্ত করা হবে এবং এতে সব রাজনৈতিক দল সই করবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (৩১শে জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রীয়াজ এ কথা জানান।

 

তিনি বলেন, "আজকেই আলোচনার ইতি টানা হবে।" ড. আলী রীয়াজ আরও জানান, সনদের খসড়ার ওপর রাজনৈতিক দলগুলো কিছু পরিবর্তন ও পরিমার্জনের প্রস্তাব দিয়েছে, যা নিয়ে কমিশন কাজ করছে। চূড়ান্ত সনদে কমিশনের সিদ্ধান্তের বিষয়ে কোনো রাজনৈতিক দল চাইলে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমত সংযুক্ত করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন