'জুলাই ঘোষণা ও সনদ' প্রদান নিয়ে কোনো প্রকার টালবাহানা বা ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ৫ই আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা এবং এর সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হলে রাজপথে নামার হুমকি দিয়েছেন তিনি।
সোমবার (৭ই জুলাই) দুপুরে নাটোরে স্বাধীনতা চত্বরে 'জুলাই পদযাত্রা' উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, "এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। যেভাবে ফ্যাসিবাদের পতন হয়েছে, ঠিক সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এর জন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে এবং সংবিধানে তার স্বীকৃতি দিতে হবে।"
তিনি আরও জানান, আগামী ৩রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 'মুক্তির ইশতেহার' ঘোষণা করা হবে। এই ইশতেহারেই 'নতুন বাংলাদেশের' পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হবে এবং তার আলোকেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে সংগঠনের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, "দেশের জনগণ শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন চায়। আগামীর বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ।"
দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, জনগণকে সঙ্গে নিয়েই দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে।
ডিবিসি/এএনটি