আন্তর্জাতিক

৫ বছর ধরে দেয়াল ফুটো করে ধরা পরা কয়েদির সংবাদটি ভূয়া

আন্তর্জাতিক ডেস্ক্

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই আগস্ট ২০২৫ ০২:২২:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেসবুকে প্রচারিত 'পাঁচ বছর ধরে দেয়াল খুঁড়ে নিরাপত্তারক্ষীদের রুমে ঢুকে কয়েদি আটক' শীর্ষক সংবাদটি সম্পূর্ণ ভুয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দা মেট্রো'র প্রতিবেদন এবং কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ওই কয়েদি পাঁচ বছর ধরে দেয়াল খোঁড়েননি এবং তিনি রক্ষীদের রুমেও প্রবেশ করতে পারেননি।

গত ১৬ই জুন ব্রাজিলের রিও ব্রাঙ্কো শহরের একটি কারাগারে এই ঘটনা ঘটে। ৩২ বছর বয়সী কয়েদি অ্যালান লিয়েন্দ্রো দা সিলভা পালানোর জন্য নিজের সেলের দেয়াল খুঁড়ে একটি গর্ত তৈরি করেন। কিন্তু পালানোর সময় গর্তের আকার ভুল অনুমান করায় তিনি নিজের সেলের দেয়ালেই কোমর পর্যন্ত আটকে যান, রক্ষীদের রুমে পৌঁছাতে পারেননি।

 

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র 'দা মেট্রো'কে নিশ্চিত করেছেন যে, কয়েদি মাত্র দুই দিন ধরে একটি পেরেক এবং ঝাড়ুর লাঠি ব্যবহার করে গর্তটি খুঁড়েছিলেন। সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ বছর ধরে সুড়ঙ্গ খোঁড়া বা রক্ষীদের রুমে প্রবেশের যে দাবি করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।

 

পরবর্তীতে কারারক্ষীরা সেলের ভেতর থেকে অদ্ভুত নড়াচড়া লক্ষ্য করলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ড্রিল মেশিন দিয়ে দেয়ালের কিছু অংশ কেটে অ্যালানকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর তাকে আবার তার সেলেই পাঠানো হয়েছে।

 

সূত্র: দা মেট্রো

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন