খেলাধুলা, ক্রিকেট

৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড কার্টিস ক্যাম্ফারের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুলাই ২০২৫ ১০:৫৭:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্রিকেট বিশ্বে এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক ঘটনার জন্ম দিলেন আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। পেশাদার পুরুষ ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ বলে পাঁচটি উইকেট শিকার করে তিনি এক নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছেন।

গতকাল (বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫) আয়ারল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট "ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ ট্রফি"-তে এই অনন্য কীর্তি গড়েন তিনি। মুন্সটার রেডস দলের অধিনায়ক হিসেবে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমে তিনি এই ইতিহাস রচনা করেন।

 

ক্যাম্ফারের এই অবিশ্বাস্য স্পেলটি দুটি ভিন্ন ওভারে বিভক্ত ছিল। ওয়ারিয়র্সের ইনিংসের:

 

১২তম ওভারের ৫ম বলে: জ্যারেড উইলসনকে বোল্ড করেন।

১২তম ওভারের ৬ষ্ঠ বলে: গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ করেন।

 

বেন হোয়াইট মাঝের ওভারটি করেন।

 

১৪তম ওভারের ১ম বলে: অ্যান্ডি ম্যাকব্রাইনকে আউট করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।

১৪তম ওভারের ২য় বলে: রবি মিলারকে আউট করেন।

১৪তম ওভারের ৩য় বলে: জশ উইলসনকে বোল্ড করে ৫ বলে ৫ উইকেটের বিশ্বরেকর্ডটি পূর্ণ করেন।

 

এই ম্যাচে ২৬ বছর বয়সী ক্যাম্ফার শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন। প্রথমে তিনি ২২ বলে ৪৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলে তার দল মুন্সটার রেডসকে ১৮৯ রানের বড় সংগ্রহ এনে দেন। এরপর বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন। তার এই পারফরম্যান্সের সুবাদে তার দল ১০০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

 

নারীদের ক্রিকেটে এই রেকর্ডটি রয়েছে জিম্বাবুয়ের কেলিস নডলোভুর, যিনি ২০২৪ সালে একটি ঘরোয়া ম্যাচে এই কীর্তি গড়েছিলেন।

 

কার্টিস ক্যাম্ফার এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন।

 

তথ্যসূত্র বিবিসি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন