দীর্ঘ পাঁচ মাস দশ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। মঙ্গলবার (২৯শে জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে।
নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষক সমিতি তাদের আন্দোলন তিন সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। অচলাবস্থা কাটাতে বিকেলে ডিনদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্য আলোচনায় বসবেন বলে জানা গেছে। উপাচার্য নিয়োগের পর তিনি বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন, যার ফলশ্রুতিতে এ সিদ্ধান্ত আসে।
এর আগে, গত ১৮ই ফেব্রুয়ারি ছাত্রদল, বহিরাগত ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল।
ডিবিসি/কেএলডি