বাংলাদেশ, শিক্ষা

৫ মাস পর শ্রেণিকক্ষে ফিরেছেন কুয়েট শিক্ষার্থীরা

খুলনা অফিস

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ১২:৫২:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা অবশেষে ক্লাসে ফিরেছেন। মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।

গত সোমবার (২৭শে জুলাই) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। এসময় ক্লাস চালুর বিষয়ে একমত পোষণ করেন সবাই। এরপর উপাচার্য আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরুর ঘোষণা দেন।

 

ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

 

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি।

 

গত বৃহস্পতিবার অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী কুয়েটের উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় কুয়েটে যোগদান করেন নতুন উপাচার্য। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে ক্লাস শুরুর ঘোষণা দেন তিনি।
 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন