বাংলাদেশ, জেলার সংবাদ

৫ মাস ১১ দিনে কোরআনের হাফেজা হলেন ৯ বছরের শিশু নুসরাত

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা হিফজ সম্পন্ন করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে ৯ বছর বয়সী শিশু নুসরাত জাহান ইভা। চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নে অবস্থিত দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানা থেকে সে এই কৃতিত্ব অর্জন করে।

নুসরাত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বড়দইল ইউনিয়নের মিয়া বাড়ি গ্রামের ইদ্রিস আলম মজুমদার ও নাসিমা আক্তার দম্পতির ছোট সন্তান। তার বাবা মিরসরাইয়ের একটি বেসরকারি ইস্পাত কারখানায় চাকরির সুবাদে গত ৫ বছর ধরে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় ভাড়া বাসায় সপরিবারে বসবাস করছেন। নুসরাতের বড় ভাই ইফতেখার আলমও একজন হাফেজ, সে মাত্র ১১ মাসে কোরআন হিফজ সম্পন্ন করেছিল।


রবিবার (১৮ জানুয়ারি) মাদরাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে অতিথিরা নুসরাতের হাতে পুরস্কার তুলে দেন। নুসরাতের বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তাদের দুই সন্তানকেই কোরআনের হাফেজ বানাবেন। বড় ছেলের পর ছোট মেয়ের এই সাফল্যে তাদের সেই স্বপ্ন পূরণ হলো।


নুসরাতের বড় ভাই হাফেজ ইফতেখার আলম বলেন, আলহামদুলিল্লাহ, আমার বাবা-মায়ের আশা পূর্ণ হয়েছে। আমার ছোট বোন আমার চেয়েও অনেক বেশি মেধাবী। আমি ১১ মাসে হিফজ শেষ করলেও সে মাত্র ৫ মাস ১১ দিনে তা সম্পন্ন করেছে। সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে সে একজন বড় আলেমা হতে চায়।


দারুল হুদা মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম নুসরাতের মেধার প্রশংসা করে বলেন, নুসরাত প্রতিদিন ১০ পৃষ্ঠা করে পড়া দিত। এমনকি ছুটিতে বাড়িতে গেলেও সে পড়া থামাত না। বাড়িতে ১-২ দিন কাটিয়ে আসার পর অন্তত ৩ পারা হিফজ শুনিয়ে দিত। এটি সত্যিই আল্লাহর বিশেষ রহমত। তার অদম্য ইচ্ছাশক্তি ও গভীর মনোযোগের কারণেই এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন