বাংলাদেশ, জাতীয়

'৭১ নিয়ে কোনো আপস নয়'

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা মে ২০২৫ ০৬:১২:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

একাত্তরকে নিয়ে কোনো আপস করবে না বিএনপি, কারণ সেটাই বাংলাদেশের মূল ভিত্তি। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৪ঠা মে) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমে বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।

 

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপিই সংস্কার প্রস্তাব সবার আগে দিয়েছে অথচ এ নিয়ে অপপ্রচার চলছে। সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সোশ্যাল মিডিয়ায় চরিত্র হরণের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে চিন্তিত না হয়ে উপায় নেই বলেও মন্তব্য তিনি। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে বেড়েছে। তবে কোনো কোনো গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আক্রমণ করছে।

 

ডিবিসি/রাসেল

আরও পড়ুন