চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন উদ্ধার করা হয়েছে। এর ফলে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রহনপুর-নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল হাসান।
তিনি জানান, বিকেল ৫টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে এবং রাত ৮টা ২০ মিনিটে লাইনচ্যুত ওয়াগন দুটির উদ্ধারকাজ সম্পন্ন হয়। এরপর থেকেই ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
এর আগে, শনিবার দুপুর পৌনে ১টার দিকে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্ল্যান্টগামী তেলবাহী ট্রেনটি জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে রহনপুর থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন আটকা পড়ে এবং এই রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ডিবিসি/পিআরএএন