আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভুটানের তরুণ স্পিনার সোনাম ইয়েশে। মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রান খরচ করে ৮ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ডের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র দুবার। মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস এবং বাহরাইনের আলী দাউদ এই দুজনের দখলে ছিল বোলিংয়ের শ্রেষ্ঠত্ব। কিন্তু শুক্রবার (২৬শে ডিসেম্বর) সেই সব রেকর্ড ভাঙলেন ভুটানের তরুণ স্পিনার সোনাম ইয়েশে।
এর আগে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের তালিকায় শীর্ষে ছিলেন মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। আর চলতি বছরেই ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন বাহরাইনের আলী দাউদ। এবার সেই ভুটানেরই এক বোলার ছাড়িয়ে গেলেন সবাইকে।
শুক্রবার গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মিয়ানমার। প্রথমে ব্যাট করতে নেমে ভুটান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার নামগাং চেজায়ে সর্বোচ্চ ৫০ রান করেন।
জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মিয়ানমার শুরুতেই সোনাম ইয়েশের ঘূর্ণি জাদুতে দিশাহারা হয়ে পড়ে। ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসেই প্রথম চার বলে ৩ উইকেট তুলে নিয়ে মিয়ানমার ব্যাটিং অর্ডারে ধস নামান সোনাম। এরপর পঞ্চম ওভারে ফিরে এসে নেন আরও ১ উইকেট। এখানেই থেমে থাকেননি তিনি; সপ্তম ও নবম ওভারে আরও দুটি করে উইকেট শিকার করে পূর্ণ করেন নিজের ৮ উইকেটের কোটা।
সোনামের এই বিধ্বংসী বোলিংয়ের মুখে মাত্র ৪৫ রানেই অলআউট হয়ে যায় মিয়ানমার। ফলে বিশাল ব্যবধানে জয় পায় ভুটান। ২২ বছর বয়সী সোনামের এই ৭ রানে ৮ উইকেটের স্পেলটি এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলিং ফিগার।
ডিবিসি/এএমটি