বাংলাদেশ, জাতীয়

৮ই আগস্ট পর্যন্ত দেশে সহিংসতা চালাতে পারে আওয়ামী লীগ

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ০৭:৫০:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৮ই আগস্ট পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশব্যাপী হামলা ও সহিংসতা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এই তথ্যের ভিত্তিতে সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে টানা ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। গত ১২ই মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়, এর আগে নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগকে। তবে গোয়েন্দারা মনে করছেন, দেশ-বিদেশে সংগঠনটির নেতাকর্মীরা ছদ্মবেশে সক্রিয় রয়েছে এবং তারা গোপনে সংগঠিত হয়ে সহিংসতা বা নাশকতামূলক হামলার পরিকল্পনা করতে পারে।


এই আশঙ্কায় ২৯শে জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, দেশের সব পুলিশ ইউনিটকে নিজ নিজ এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, এই সময়ে দেশজুড়ে বিশেষ অভিযান চালানো হবে। মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সব সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হবে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন এবং বিমানবন্দরের মতো জনসমাগমের স্থানগুলোতে নজরদারি ও মোবাইল পেট্রোলিং বাড়ানো হয়েছে।


অপরাধ বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী এমন কঠোর নির্দেশনা জারি করেছে। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক নাশকতা ঠেকাতে কঠোর হওয়ার পাশাপাশি এই অভিযানের সময় যেন গণগ্রেপ্তারের ঘটনা না ঘটে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন