আন্তর্জাতিক, ভারত, এশিয়া

৮ ঘণ্টা ধরে মৃত ভিক্ষুকের পয়সা গুনলো পুলিশ

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০২:৩৪:১৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৃত ভিক্ষুকের ঝুলিতে তার নামে বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রসিদও ছিল।

শুক্রবার রাতে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় মুম্বইয়ের ৬২ বছরের বিরভিচাঁদ আজাদের। গোভান্ডি স্টেশনের কাছে রেললাইন পার হতে গেলে মৃত্যু হয় তার। লাখোপতি ভিক্ষুকের মৃত্যুর পর ৮ ঘণ্টা ধরে তার জমানো খুচরো পয়সা গুনলেন পুলিশ সদস্যরা। 

অন্যান্য স্থানীয় ভিক্ষুক ও দোকানীরা মৃতদেহ শনাক্ত করেন। এরপরই ঘটল চমকপ্রদ এক ঘটনা। রেলপুলিশ ভিক্ষুকের ঝুলি ও একটি বালতি থেকে পেলেন একরাশ কয়েন। সেই সমস্ত খুচরো পয়সা গুনে দেখা গেল ভিক্ষুকের কাছে ছিল মোট ১ লক্ষ ৭৭ হাজার রুপি। এখানেই চমকের শেষ নয়, বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রসিদও ছিল ভিক্ষুকের ঝুলিতে, যার পরিমাণ ৮ লক্ষ ৭৭ হাজার রুপি।

পুলিশ জানায়, বিরভিচাঁদ আজাদের প্যান কার্ড, আধার কার্ড ও সিনিয়র সিটিজেন কার্ড রয়েছে রাজস্থানের একটি ঠিকানায়। পুলিশ রাজস্থানে গিয়ে তার পরিবারকে খুঁজে বের করবে। আজাদের সমস্ত সম্পত্তি তার সন্তানদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় দোকানিরা জানান, আজাদ বিগত বহুবছর ধরে মুম্বাই থাকতেন।

আরও পড়ুন