বাংলাদেশ, রাজধানী, শিক্ষা

৮ দিন পিছিয়ে ৩০শে ডিসেম্বর হচ্ছে জকসু নির্বাচন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩২ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৮ দিন পিছিয়ে ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোট গ্রহণ এবার ৩০শে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি বলেন, আজকের সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০শে ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ই ডিসেম্বর থেকে চালু হচ্ছে। কিছু কিছু কাজ বাকি আছে, এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে। সব ফরমালিটিস শেষ করা হবে। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

 

এদিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন-২০২৫-এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ই ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার); চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ই ডিসেম্বর (বৃহস্পতিবার); মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ই ডিসেম্বর (শনিবার ও রবিবার) সকাল ৯টা-বিকাল ৩টা; প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ই ডিসেম্বর (রবিবার)।

 

নির্বাচনী প্রচারণা ১৫-২৭শে ডিসেম্বর (সোমবার-শনিবার, মোট ১৩ দিন); ভোটগ্রহণের তারিখ ৩০শে ডিসেম্বর (মঙ্গলবার); ভোট গণনা ৩০শে ডিসেম্বর (ভোট গ্রহণ শেষে);  ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১শে ডিসেম্বর (মঙ্গলবার বা বুধবার)।

‎এর আগে, একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ৩০শে নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এই সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন