ক্যামেরুনের ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া, যিনি প্রায় ৪৩ বছর ধরে মধ্য আফ্রিকার এই দেশটিতে লৌহ কঠিন হস্তে শাসন করে আসছেন, তিনি আবারও নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই নতুন মেয়াদে জিতলে তিনি প্রায় ১০০ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
রবিবার এক বিবৃতিতে বিয়া বলেন, "এখনও অনেক কিছু করার বাকি আছে।" তার সপ্তম দফার শাসনকালের প্রায় শেষ পর্যায়ে এসে তিনি আরও যোগ করেন, "সেরা সময়টা এখনও আসেনি।" অক্টোবরে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে তিনি নতুন করে সাত বছরের জন্য মেয়াদ চাইছেন, যদিও তার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তিনি জানান যে, দেশের ১০টি অঞ্চল এবং প্রবাসীদের কাছ থেকে আসা জরুরি আবেদনের ভিত্তিতেই তিনি ক্ষমতায় থাকার এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন কয়েক মাস ধরে তার অসুস্থতা বা এমনকি মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, কারণ তিনি দীর্ঘ সময় ধরে জনসমক্ষে আসেননি। পরবর্তীতে, ক্যামেরুনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার স্বাস্থ্য নিয়ে আলোচনা গণমাধ্যমে নিষিদ্ধ করে এবং এটিকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে ঘোষণা করে। তথ্যসূত্র: সিএনএন
ডিবিসি/জেআরওয়াই