বাংলাদেশ, আন্তর্জাতিক, ভারত

৯ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ডিসেম্বর ২০২৪ ০৭:২৮:১৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। শুক্রবার (৬ই ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

জানা যায়, ফরেন অফিস কনসাল্টেশন বৈঠকে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ঢাকায় তার মূল বৈঠকটি হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।


গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে শামিল হচ্ছে দুই দেশ। যদিও ইউনূস সরকারের গত চার মাসে দু-দেশের তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক করেছে। এ বিষয়ে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন