ইতিহাসে প্রথমবারের মতো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজস্ব মামলায় আসামি হলেন সংস্থাটিরই একজন সাবেক কমিশনার।
রাষ্ট্রের ৯ হাজার ১০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি করার অভিযোগে দুদকের সাবেক কমিশনার জহুরুল হকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় জহুরুল হক বিটিআরসির কমিশনার এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মামলার অন্য আসামিরা হলেন- বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার রেজাউল কাদের ও মো. আমিনুল হাসান।
এজাহারে বলা হয়, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত বিটিআরসি সরকারের অনুমোদন ছাড়াই কম রেটে কল আনায় রাষ্ট্রের ২ হাজার ৯৪১ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া রেভিনিউ শেয়ার কমানোয় ৩৮৩ কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চনার কারণে ৫ হাজার ৬৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জহুরুল হক ২০২১ সালে দুদক কমিশনার হিসেবে যোগ দেন এবং ২০২৪ সালের ৩০ অক্টোবর পদত্যাগ করেন।
ডিবিসি/এসএফএল