আসন্ন নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন।
রবিবার (৩১শে আগস্ট) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে দুজন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
রিজভীর মতে, নির্বাচনের পরিবেশ এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপরই এর গ্রহণযোগ্যতা নির্ভর করবে।
ডিবিসি/আরএসএল