রাজনীতি

‘আমাদেরকে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে’

বাসস

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ০৮:২১:০৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমান সময়ে আমাদেরকে নিয়ে চতুর্মুখি ষড়যন্ত্র চলছে, তাই আমাদেরকে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৯শে নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সী শেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ মন্তব্য করেন। তিনি বলেন, মানুষের সেবা করার জন্য আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে।

 

এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই উল্লেখ করে ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময়ে আমাদেরকে নিয়ে চতুর্মুখি ষড়যন্ত্র চলছে। তাই আমাদেরকে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে। ভোগে নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সকল কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।

 

ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন আমাদেরকে দ্বীন কায়েমে নিরলস পরিশ্রম, জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারন করতে হবে। কোনভাবে যেন তা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন