বাংলাদেশ, রাজনীতি

‘একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশ বিক্রি করছে’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৫:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, এক দল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আর অন্য দল চব্বিশের গণ-অভ্যুত্থান বিক্রি করছে। বুধবার (৩রা সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে 'জুলাই গণ-অভ্যুত্থান' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের কৃতিত্ব বিএনপি নিতে চায় না, বরং এটি বাংলাদেশের মানুষের অর্জন। তার মতে, যদি এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই চলতে থাকে, তাহলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। তিনি আরও বলেন যে, শেখ হাসিনার ক্ষমতা থেকে বিদায়ের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো যদি তা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাদেরও কোনো ভবিষ্যৎ থাকবে না।

 

তিনি আরও উল্লেখ করেন, দেশকে বর্তমান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং এই অবস্থা থেকে মুক্তির জন্য অনেক আগেই একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া উচিত ছিল। তার মতে, যেসব দেশে বিপ্লবের পর দ্রুত নির্বাচন হয়নি এবং দাবি পূরণে বেশি ব্যস্ত থেকেছে, সেসব দেশ শেষ হয়ে গেছে এবং সেখানে গৃহযুদ্ধ লেগে আছে।

 

অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে কেউ বিনিয়োগ করছে না বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তবে, নির্বাচন ঘোষণার পর ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন যে, শুধুমাত্র ভোটের মাধ্যমে নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, বরং সবার সমান অধিকার নিশ্চিত হলে গণতন্ত্র কার্যকর হয়।

 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন