যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার পরেও ইউক্রেনের নেতারা 'শূন্য কৃতজ্ঞতা' দেখিয়েছেন এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেভায় যখন কিয়েভকে শান্তি প্রস্তাব মেনে নিতে রাজি করানোর জন্য জোর আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তেই ট্রাম্পের এই ক্ষোভ প্রকাশ পেল।
বিস্ময়করভাবে, ট্রাম্পের এই মন্তব্যের মাত্র কয়েক মিনিট আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছুটা আশার বাণী শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের জাতীয় স্বার্থ বিবেচনা করা হতে পারে এমন একটি সমঝোতার সুযোগ রয়েছে।
জেনেভায় বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিদল একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইউরোপীয় নেতারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের এই ২৮ দফা পরিকল্পনার সমালোচনা করেছেন। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, প্রস্তাবিত এই পরিকল্পনাটি রাশিয়ার জন্য বেশি সুবিধাজনক।
ট্রাম্প আগেও ইউক্রেনকে ‘অকৃতজ্ঞ’ বলে অভিহিত করেছেন। তবে হোয়াইট হাউসে তাদের সাম্প্রতিক সাক্ষাতের পর থেকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানাতে সর্বোচ্চ চেষ্টা করে গেছেন।
এদিকে ট্রাম্পের এই কড়া বার্তার পর জেনেভায় থাকা মার্কিন প্রতিনিধিদল কোনো মন্তব্য করতে রাজি হননি। সেখানে উপস্থিত সংবাদদাতারা জানাচ্ছেন, আলোচনার মাধ্যমে যে ক্ষীণ আশার সঞ্চার হয়েছিল, ট্রাম্পের এই মন্তব্যের পর তা যেন অনেকটাই ম্লান হয়ে গেছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এনএসএফ