বাংলাদেশ, রাজনীতি

‘ক্ষমতার লোভে আ. লীগের একের পর এক ভুয়া ভোট’

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৫:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল।

তিনি বলেন, তাদের স্লোগান ছিল 'আমার ভোট, আমি দেব, দিনের ভোট রাতে দেব।'ৎ

 

ড. মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। তার মতে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর মানুষ এখন হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে।

 

ড. মঈন খান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন