অন্তর্বর্তী সরকার ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে নতিস্বীকার করেছে বলে অভিযোগ তুলেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বলা হলেও আসলে পুরানো কাঠামোই ফিরে আসছে।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং দরিদ্রদের জন্য মাসিক ৪,৫৪০ টাকা নগদ সহায়তার প্রস্তাব দেন। এছাড়া আগামী সরকারের জন্য ১০টি সুনির্দিষ্ট জাতীয় কর্মসূচির সুপারিশ তুলে ধরা হয় এই আলোচনায়।
ডিবিসি/আরএসএল