রাজনীতি

‘জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা’: চৌদ্দগ্রামে বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২০শে জুলাই ২০২৫ ০৯:৩৯:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘জামায়াতে ইসলামীর জন্মদাতা’ হিসেবে অভিহিত করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা। চৌদ্দগ্রামে বিএনপির একটি স্থানীয় সম্মেলনে দেওয়া তার এই বক্তব্যের একটি ৪৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (১৯শে জুলাই) বিকেলে চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুল হুদা। মুন্সিরহাট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

 

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে কামরুল হুদাকে নেতা-কর্মীদের উদ্দেশে প্রশ্ন করতে শোনা যায়, "জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে?" জবাবে উপস্থিত নেতা-কর্মীরা ‘জিয়াউর রহমান’ বলে চিৎকার করলে তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর পিতা, জন্মদাতা। সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে।"

 

তিনি আরও অভিযোগ করে বলেন, "জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে (তারেক রহমান) নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। এদের আমরা ভোট দিতে পারি না।"

 

এই বিষয়ে কামরুল হুদা গণমাধ্যমকে জানান, তার বক্তব্যের প্রেক্ষাপট ছিল ভিন্ন। তিনি বলেন, "স্বাধীনতার পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে তাদের পুনরায় রাজনীতি করার সুযোগ দেন। সেই অর্থে তিনি জামায়াতের পুনর্জন্মদাতা। শুধু জামায়াত নয়, আওয়ামী লীগকেও পুনর্জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।"

 

উল্লেখ্য, কামরুল হুদা এর আগেও তার মন্তব্যের জন্য সমালোচিত হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, "জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত।" তার সেই বক্তব্যটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন