বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াতের নায়েবে আমির

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ০৭:৫৮:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তী সরকারের ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের পর এ নিয়ে হতাশা ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষণাপত্রটি বাস্তবায়নের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা না থাকায় দলটি অসন্তোষ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৫আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, "আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ।" তিনি বলেন, ঘোষণাপত্রটি কখন থেকে কার্যকর হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। আন্দোলনে শহীদ ও আহতদের বিষয়েও ঘোষণাপত্রে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকার বিষয়টি নিয়েও সমালোচনা করেন তিনি। দলের নির্বাহী পরিষদের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান নায়েবে আমির।
 

এর আগে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জারি করা জুলাই ঘোষণাপত্রে গণ-অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা এবং তাদের পরিবারকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়। এতে উল্লেখ করা হয় যে, এই ঘোষণাপত্রটি পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা হবে।

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন