আগামী ১০ই মার্চ ‘ডিরেক্টরস গিল্ড নির্বাচন-২০২৩’-এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, বিনা প্রতিদ্বন্দিতায় ইতিমধ্যে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামীম রেজা জুয়েল।
গত ১১ই ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক সাধারণ পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে, আগামী ১০ই মার্চ, ২০২৩ তারিখে গিল্ডের ২০২৩-২০২৫ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন আয়োজনের লক্ষ্যে, ডিরেক্টরস গিল্ডের গঠনতন্ত্রের ১২(ঘ) ধারা মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ২০টি পদের জন্য লড়বেন প্রার্থীরা। এর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয় গত ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয় ৫০০ টাকা (অফেরতযোগ্য) করে। এরপর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বেঁধে দেওয়া হয় ২৬শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।
গত ৩রা মার্চ ২০২৩ তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যার পরিচিতি পর্ব হবে আগামী ৮ই মার্চ, ২০২৩ শিল্পকলা একাডেমি সঙ্গীত ও নৃত্যকলা ভবনে।
আগামী ১০ই মার্চ (শুক্রবার) একই স্থানে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে। জুম্মার নামাজ ও খাবার বিরতি দুপুর ১:৩০ মি. থেকে ২:৩০ মি. পর্যন্ত।
নির্বাচনের জন্য আপীলের শেষ সময় হিসেবে ১১ই মার্চ, ২০২৩ রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়। আর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৩ই মার্চ, ২০২৩ বিকাল ৫টায়।