বাংলাদেশ, রাজনীতি

‘দেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানাতে চায় না জামায়াত’

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তান নয় বরং গর্বের বাংলাদেশ হিসেবে গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের সময় যারা জনগণকে রঙিন স্বপ্ন দেখায় তারা মূলত ধোঁকাবাজ, তাদের লালকার্ড দেখাতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার দ্বিতীয় দিনে শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ১০ দলীয় ঐক্যের জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন সকালে পঞ্চগড়ের চিনিকল মাঠে জনাকীর্ণ জনসভায় জামায়াত আমির বলেন, জামায়াতের কাছে কোনো ‘কার্ড’ নেই, দেশের জনগণই তাদের আসল কার্ড। 

 

কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে এবং নদীগুলোকে মেরে ফেলা হয়েছে, তাই এখন পরিবর্তনের সময় এসেছে।

 

দুপুরে দিনাজপুরের জনসভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ভোট কারচুপির চিন্তা বাদ দেওয়ার আহ্বান জানান ডা. শফিক। এরপর বিকেলে ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরের নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তিনি বেকার ভাতা প্রদানের পরিবর্তে শিক্ষিত তরুণ-তরুণীদের প্রশিক্ষণ ও বিনা সুদে ঋণ দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। রংপুরের জনসভার মধ্য দিয়ে জামায়াত আমিরের এই উত্তরাঞ্চলীয় নির্বাচনি সফর শেষ হয়।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন