খেলাধুলা, ফুটবল

‘নাম’ পাল্টালেন আর্লিং হালান্ড

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে আগস্ট ২০২৫ ০৭:৪৫:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড জাতীয় দলের জার্সিতে নিজের নামে পরিবর্তন আনছেন। এখন থেকে নরওয়ের হয়ে মাঠে নামলে তার জার্সির পেছনে শুধু ‘হালান্ড’ এর বদলে পুরো পারিবারিক পদবি ‘ব্রট হালান্ড’ লেখা থাকবে।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ড ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে গোলের পর গোল করে চলেছেন। জাতীয় দল নরওয়ের জন্যও তিনি সবচেয়ে বড় ভরসার নাম। সামনে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ, তার আগেই জার্সিতে এই নতুনত্ব আনছেন তিনি।

 

আগামী ৪ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে নতুন নামে মাঠে নামবেন হালান্ড। এরপর ৯ সেপ্টেম্বর নরওয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মলদোভার মুখোমুখি হবে। বাছাইপর্বে তাদের গ্রুপে আরও রয়েছে ইতালি, ইসরায়েল ও এস্তোনিয়ার মতো দল।

 

হালান্ড ক্লাবের হয়ে নতুন মৌসুমও দারুণভাবে শুরু করেছেন। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই উলভসের বিপক্ষে তিনি জোড়া গোল করেন। জাতীয় দলের হয়ে তার পরিসংখ্যান ঈর্ষণীয়। মাত্র ৪৩টি ম্যাচ খেলে এর মধ্যেই ৪২টি গোল করেছেন তিনি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন