আন্তর্জাতিক, ভারত, ইউরোপ

‘নির্ঘাত ভারতীয়দের কাজ’! লন্ডনের রাস্তায় পান, গুটখার পিক দেখে ক্ষোভ ব্রিটিশদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ০৯:৪১:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাজপথের যত্রতত্র পান ও গুটখার পিকের লালচে দাগ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। শহরের হ্যারো এলাকার রেনার্স লেন ও নর্থ হ্যারোর বিভিন্ন স্থানে, বিশেষ করে গাছের গোড়া এবং আবর্জনার পাত্রে এই দৃশ্য এখন নিয়মিত হয়ে উঠেছে, যা নিয়ে ব্রিটিশ নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের ঝড় ওঠে। বহু নেটিজেন এই অস্বাস্থ্যকর অভ্যাসের জন্য সরাসরি অভিবাসী ভারতীয়দের দায়ী করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, "এ নির্ঘাত ভারতীয়দের কাজ!"

 

স্থানীয় সংবাদমাধ্যম 'হ্যারো অনলাইন'-এর একটি প্রতিবেদন অনুসারে, রেনার্স লেনের বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এই সমস্যাটি মারাত্মক আকার ধারণ করেছে। যেসব দোকান বা রেস্তোরাঁয় পান ও গুটখা বিক্রি হয়, সেগুলোর আশেপাশে এই লাল এবং খয়েরি রঙের পিকের দাগ সবচেয়ে বেশি দেখা যায়।

 

এই অভিযোগের তীর কেন ভারতীয়দের দিকে? এই প্রশ্নের উত্তরে ভারতীয় সম্প্রদায়ের একাংশই মনে করছেন যে, ভারতে পান ও গুটখার ব্যাপক জনপ্রিয়তা এবং এর ব্যবহারকারীর সংখ্যা বিপুল। লন্ডনে যেহেতু বহু সংখ্যক ভারতীয়র বাস, তাই স্বাভাবিকভাবেই এই সংস্কৃতির নেতিবাচক প্রভাব হিসেবে এই ধরনের ঘটনার জন্য তাদেরই দায়ী করা হচ্ছে।

 

তবে উল্লেখ্য যে, লন্ডনে গুটখা বিক্রি অবৈধ নয়। 'হ্যারো অনলাইন' জানিয়েছে, বিক্রেতারা যদি 'হিজ ম্যাজেস্টি'স রেভেনিউ অ্যান্ড কাস্টমস' (HMRC)-এর অধীনে নিবন্ধিত হন এবং বিক্রির জন্য নির্ধারিত সমস্ত নীতিমালা যথাযথভাবে মেনে চলেন, তবে তাদের গুটখা বিক্রির ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। কিন্তু এই বৈধতার সুযোগ নিয়ে শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট করায় ব্রিটিশদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।  তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন